নবজাতক মেয়েটিকে দত্তক নিতে চান অনেকেই

নওগাঁর বদলগাছীতে ফুটফুটে মেয়ে নবজাতককে ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে যাওয়া হয়। ফাইল ছবি
নওগাঁর বদলগাছীতে ফুটফুটে মেয়ে নবজাতককে ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে যাওয়া হয়। ফাইল ছবি

নওগাঁর বদলগাছীতে ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে যাওয়া ফুটফুটে মেয়ে নবজাতককে অনেকেই দত্তক নিতে চাইছেন। আগ্রহ জানিয়ে তাঁরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগও করছেন। নবজাতককে পুলিশ পাহাড়পুর পুলিশ ফাঁড়ি এলাকার মনিরুজ্জামান মুন্নার স্ত্রী রাবেয়ার জিম্মায় দিয়েছে।


বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহির আজ সোমবার সকালে উপহার সামগ্রী নিয়ে নবজাতককে দেখতে পাহাড়পুরে মনিরুজ্জামানের বাড়িতে যান। কোলে নিয়ে নবজাতককে আদর করেন। মনিরুজ্জামান দম্পতি নিয়ম-কানুন মেনে নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহের কথা ইউএনওকে জানান।


®মনিরুজ্জামানের স্ত্রী রাবেয়া খাতুন বলেন, 'আমার দেড় বছরের একটা ছেলে আছে। মেয়ে পেয়ে আমার কোল ভরে গেছে। মেয়ের নাম রেখেছি জান্নাতুল মাওয়া। নিজের মেয়ে হিসেবে লালন-পালন করব। আমরা নিয়ম মেনে মেয়েটি দত্তক নিতে চাই।'


®ইউএনও মুহা. আবু তাহির প্রথম আলোকে বলেন, 'গণমাধ্যমে খবরটি প্রকাশের পর নবজাতককে দত্তক নিতে আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন। ইতিমধ্যে ১০ জন দত্তক নেওয়ার আবেদন করেছেন। নবজাতকের প্রকৃত বাবা–মা এভাবে রাস্তার পাশে ফেলে গিয়ে অমানবিক কাজ করেছেন। দত্তক নেওয়ার অনেক নিয়ম-কানুন আছে। আমরা বিষয়টি ভেবে দেখব।'

®গত শুক্রবার রাত আটটার দিকে পাহাড়পুর-জামালগঞ্জ রাস্তার পাশে এই নবজাতককে (https://www.prothomalo.com/bangladesh/article/1660918/) পাওয়া যায়।