বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের কালাইচাপড় মাঠে রোপা আমনের চারা লাগানোর কাজ করার সময় বজ্রপাতে ওই মৃত্যুর ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত দুজন হলেন উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের কৃষক আবদুস সামাদ (৪০) ও তাঁর ছেলে হাবিবুর রহমান (১৩)। উপজেলার বান্দিপুকুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল হাবিবুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কৃষক আবদুস সামাদ বাড়ির পাশে কালাইচাপড় মাঠে তাঁর জমিতে হালচাষের পর আমন ধানের চারা রোপণ করছিলেন। বাবার কাজে সহযোগিতা করতে মাঠে গিয়েছিল হাবিবুর। সকাল নয়টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
সরিষাবাদ এম এম মুজিব আদর্শ কিন্ডারগার্টেনের শিক্ষক ও সরিষাবাদ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবীর জানান, স্থানীয় লোকজন বজ্রপাতে নিহত বাবা-ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নেন। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে পারিবারিকভাবে লাশ দাফনের উদ্যোগ নেওয়া হয়।