সিলেটের জাফলংয়ে বাউরভাগ নয়া গাঙ থেকে সনাতন পদ্ধতিতে বালতি দিয়ে বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় এক শ্রমিকের পায়ে শক্ত কিছু একটা লাগে। ওই শ্রমিক বিষয়টি অন্য শ্রমিকদের জানান। পরে পানির নিচ থেকে শক্ত বস্তুটি উঠিয়ে নদীর পাড়ে এনে দেখা যায়, সেটি মর্টার শেল। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
উদ্ধার করা মর্টার শেলের বিষয়ে শ্রমিকেরা গোয়াইনঘাট থানা-পুলিশকে জানান। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মর্টার শেলটি স্বাধীনতাযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে। এর আগেও জাফলংয়ে একই ধরনের আরও দুটি মর্টার শেল উদ্ধার করা হয়। পরে সেগুলো ধ্বংসও করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ বলেন, উদ্ধার হওয়া মর্টার শেলটি অবিস্ফোরিত মনে হচ্ছে। মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।