কুমিল্লা সিটি করপোরেশন

নগর ভবনে বসলেন নতুন মেয়র আরফানুল

আরফানুল হক রিফাত
আরফানুল হক রিফাত

কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক ওরফে রিফাত আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দায়িত্ব নিয়েছেন। এ সময় মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় মেয়র কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দেন।

আরফানুল কুমিল্লা সিটি করপোরেশনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত প্রথম মেয়র।

সরেজমিন নগর ভবনের ফটকে অবস্থান করে দেখা গেছে, বেলা ১১টা থেকে নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা মূল প্রবেশদ্বারে দুই পাশে অবস্থান নেন। এরপর একে একে কাউন্সিলররা নগর ভবনে আসেন। এ সময় তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বেলা ১১টা ৫৬ মিনিটে নগর ভবনে আসেন মেয়র আরফানুল। এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর মেয়র তাঁর নির্ধারিত কক্ষে যান।

এ সময় নতুন মেয়র বলেন, ‘আমার নির্বাচনী অঙ্গীকার ছিল কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করা। সেই লক্ষ্যে কাজ করব। যদি দুনীর্তির গন্ধ পাই, তাহলে তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করব।’ তিনি আরও বলেন, ‘জলাবদ্ধতা, যানজট নিরসনে কাজ করব। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।’

কুমিল্লা জেলার মানচিত্র

সাংবাদিকদের উদ্দেশে আরফানুল বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন চালাতে গিয়ে ছোটখাটো ভুল করতে পারি। সেগুলো গণমাধ্যমকর্মীরা আমাকে বলবেন। আমি শুধরে নেব। সবাইকে নিয়ে উন্নত কুমিল্লা গড়তে চাই।’

মেয়র আরও বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের লোকবল বাড়ানো হবে। মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হবে। এলজিআরডিমন্ত্রীর সঙ্গে শপথের দিন কথা হয়েছে। তিনি বলেছেন, সব ধরনের সহযোগিতা করবেন।

পরে মেয়র কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সভা করেন মেয়র।

গত ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক ৩৪৩ ভোটে জয়ী হন। ৫ জুলাই মেয়র ও কাউন্সিলররা শপথ নেন।