নগরে পরিযায়ী পাখি

>

শীতের এই সময় সিলেট নগরের ঘাসিটুলা আবাসিক এলাকার একটি জলাশয়ে ঠাঁই নিয়েছে একঝাঁক পরিযায়ী পাখি। জলাশয়টিকে নিরাপদ আবাসস্থল ভেবে তিন বছর ধরে এখানে আসছে পাখিগুলো। পর্যাপ্ত খাবার এবং শিকারিদের অপতৎপরতা না থাকায় এখানে নির্বিঘ্নে বিচরণ করে এসব পাখি। দিনমান আকাশে ডানা মেলে ওড়াউড়ি করে আর কলতানে মুখর করে তোলে চারপাশ। পরিযায়ী এসব পাখি নিয়ে ছবির গল্প

জলাশয়ে নামছে পাখি
জলাশয়ে নামছে পাখি
আকাশে পাখিরা
আকাশে পাখিরা
নিরাপদ আবাসস্থল ভেবে দিনভর ওড়াউড়িতে ব্যস্ত পাখি
নিরাপদ আবাসস্থল ভেবে দিনভর ওড়াউড়িতে ব্যস্ত পাখি
নগরবাসীকে আকৃষ্ট করে পাখির সৌন্দর্য
নগরবাসীকে আকৃষ্ট করে পাখির সৌন্দর্য
নগরে পরিযায়ী পাখি
পাখিদের উড়ে বেড়ানোয় রয়েছে শৃঙ্খলা
উচ্চ শব্দ পাখিদের থাকার পরিবেশ নষ্ট করে
দূর আকাশে উড়ে চলা