আধুনিকায়নের জন্য নগরীর পান্থকুঞ্জ পার্কের চারপাশে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছিল। কিন্তু কাজ থেমে থাকায় পুরো পার্ক পরিণত হয়েছিল জঙ্গলে। সাড়ে তিন বছর পর নকশা বদলে পার্কটি ব্যবহারের উপযোগী করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
কারওয়ান বাজার মোড়ের এই পার্ক নিয়ে ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শুরুর নকশায় নানা উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ছিল। কিন্তু পার্কের একটি অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়ালসড়কের দুই থেকে তিনটি খুঁটি বসবে। তাই আগের পরিকল্পনা থেকে তাঁরা সরে এসেছেন। আপাতত পার্কের ভেতরে জন্মানো আগাছা পরিষ্কার করে এটি নগরবাসীর ব্যবহারের উপযোগী করা হবে।
গত বছরের ২২ সেপ্টেম্বর প্রথম আলোতে এই পার্ক নিয়ে ‘স্বস্তির পার্ক অস্বস্তির কারণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ডিএসসিসির সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা জানিয়েছেন, ওই প্রতিবেদনের পর মেয়র শেখ ফজলে নূর তাপস দ্রুত পার্কটি জনসাধারণের ব্যবহারের উপযোগী করার নির্দেশ দেন।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, পার্কের চারপাশে লাগানো টিনের বেড়া খুলে ফেলা হচ্ছে। ভেতরের আগাছা ও জঞ্জাল পরিষ্কার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার খোরশেদ আলম নামের এক পথচারী বলেন, এ পথে তিনি নিয়মিত যাতায়াত করেন। পার্কটির পাশ দিয়ে চলাচলের সময় অস্বস্তি হতো। কারণ, ছিনতাইয়ের পর পার্কের ঝোপঝাড়ে লুকিয়ে যেত ছিনতাইকারীরা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগের পরিকল্পনা অনুযায়ী বহুতল ভবন নির্মাণসহ আধুনিকায়নে বেশ কয়েকটি অনুষঙ্গ তৈরির পরিকল্পনা ছিল। তবে নতুন পরিকল্পনায় পার্কটিতে ইট-কংক্রিটের ব্যবহার কমানো হয়েছে। এখন পার্কটিতে হাঁটার পথ, বসার আসন ও বাতি বসানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে ডিএসসিসির একাধিক প্রকৌশলী বলেন, দ্রুত পার্কটিকে ব্যবহারের উপযোগী করার কাজ শুরু হবে। নতুন পরিকল্পনা অনুযায়ী বরাদ্দও অনেক কমবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা।