শেরপুরের নকলা উপজেলায় বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে পৌরসভার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শওকত আলী (৩৫)। তিনি নকলা পৌরসভার কায়দা এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি কায়দা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে মুষলধারে বৃষ্টি শুরু হলে শওকত আলীর বাড়ির পাশের পুকুরে পানি বাড়তে শুরু করে। তাই শওকত আলী তাঁর ছোট ভাই মেহেদী হাসানকে নিয়ে বৃষ্টির মধ্যে ওই পুকুরের পাড় মেরামত করতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে শওকত আলী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শওকতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মুশফিকুর রহমান শুক্রবার দুপুরে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।