নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকায় আজ বুধবার সকালে ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকায় আজ বুধবার সকালে ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে

ধলেশ্বরীতে ট্রলারকে ধাক্কা দেওয়া লঞ্চটি সাংসদ টিপুর, চলছিল এক ইঞ্জিনে

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত অন্তত নয়জন নিখোঁজ আছেন। আজ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি।

লঞ্চ মালিক সমিতি সূত্রে জানা যায়, ট্রলারকে ধাক্কা দেওয়া লঞ্চটির নাম এমভি ফারহান-৬। এর মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। গতকাল মঙ্গলবার রাতে ভোলা থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসা দুই ইঞ্জিন বিশিষ্ট লঞ্চটির একটি ইঞ্জিন নষ্ট ছিল। সদরঘাট আসার পথে ভোলার একটি ডুবোচরে আটকে গিয়ে লঞ্চের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায় বলে লঞ্চ কর্তৃপক্ষের দাবি।

এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে গোলাম কিবরিয়া টিপু প্রথম আলোকে বলেন, ভোর চারটায় লঞ্চটির সদরঘাটে পৌঁছানোর কথা ছিল। যাত্রাপথে ভোলার একটি ডুবোচরে আটকে গিয়ে লঞ্চের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। নষ্ট ইঞ্জিন ও ঘন কুয়াশার কারণে লঞ্চটি নির্ধারিত সময় থেকে অন্তত ৫ ঘণ্টা পিছিয়ে ছিল। সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চটি ধর্মগঞ্জ ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ যাত্রীবাহী একটি ট্রলার লঞ্চের সামনের অংশে এসে ধাক্কা খায়। তখন লঞ্চটির লোকজন সেখানে থেমে গিয়ে বয়া ফেলে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেন।

এদিকে ঘটনাস্থলে আসা স্বজনদের কাছ থেকে অন্তত নয়জন নিখোঁজের তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে এক বছরের শিশুসহ এক পরিবারের চারজন আছেন।

আজ বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, নিখোঁজ ট্রলারটি শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিস, নৌ বাহিনী, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।