ধর্ষণের মামলার বাদীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

বগুড়ার ধুনট উপজেলায় এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে করা মামলার বাদীকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার সকালে বাদী মামলাটি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলায় সাকিল হাসান (২৫) নামের এক তরুণ স্থানীয় এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় সাকিল তাঁর সহযোগীদের নিয়ে গত ২৫ মে সন্ধ্যায় ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় ওই কিশোরীর বাবা ১ জুন সাকিলসহ নয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

পুলিশ অভিযান চালিয়ে এক মাস পর স্কুলছাত্রীকে নীলফামারী জেলা শহর থেকে উদ্ধার করে। তবে অপহরণকারীরা পালিয়ে যান। ওই কিশোরী ফিরে এসে আদালতে জবানবন্দি দেয়। সে জানায়, সাকিল তাকে ধর্ষণ করেছেন।

৩১ আগস্ট সন্ধ্যায় অপহরণকারী সাকিল বাড়িতে এসেছেন, এমন খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরের দিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এতে আসামিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। ২ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ওই কিশোরীর বাবা মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

এ সময় সাকিলের চাচাতো ভাই রতন, নিয়নসহ কয়েকজন বখাটে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে রাত আটটার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বাদী আজ রতন (২২), নিয়নসহ (২১) চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।