কুষ্টিয়ায় ধর্ষণের দায়ে এক যুবককে আজ রোববার আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ড পাওয়া আসামি হলেন মোহ. জুয়েল (৩২)। তিনি কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের বাসিন্দা।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর রাতে বাড়িতে একা পেয়ে এক গৃহবধূকে ধর্ষণ করেন জুয়েল। এ ঘটনায় গৃহবধূর স্বামী থানায় জুয়েলকে আসামি করে মামলা করেন। ওই বছরের ২৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল হালিম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর–৯(১) ধারায় আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন আদালত। একই আইনের ১৬ ধারার বিধানমতে, জরিমানার টাকা আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন আদালত।