ঈদে বাড়তি গাড়ির চাপ সামাল দিতে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঈদের আগে ও পরে মোট ১০ দিন পণ্যবাহী গাড়ি পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তে দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। এ ছাড়া আজ সোমবার তিনটি ফেরি বিকল হয়ে পড়ায় পারাপার কার্যক্রম ব্যাহত হয়। এতে পারাপারের অপেক্ষায় থাকা হাজারের বেশি যানবাহন আটকা পড়ে। রোজার মধ্যে প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।
দুপুরে সরেজমিনে ঘাট এলাকায় দেখা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাট থেকে গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন। প্রায় ছয় কিলোমিটার লম্বা লাইনে যাত্রীবাহী দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের গাড়ি আছে। সড়কের কোথাও কোথাও দু-তিন লাইন পর্যন্ত গাড়ি দেখা গেছে। তবে বেশির ভাগই ছিল পণ্যবাহী গাড়ি। ফেরিঘাট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় পর্যন্ত তিন কিলোমিটারের বেশি লম্বা লাইনে পণ্যবাহী গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাস দেখা যায়। যাত্রীবাহী বাসসহ অন্যান্য জরুরি পচনশীল পণ্যের গাড়ি সাধারণত ৬ থেকে ৭ ঘণ্টার মধ্যে ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে। কিন্তু সাধারণ পণ্যবাহী গাড়িগুলো ১৫ থেকে ১৬ ঘণ্টার আগে ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে না।
ঝিনাইদহ থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের চালক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাতে তিনি ফেরিঘাট থেকে প্রায় ছয় কিলোমিটার পেছনে গোয়ালন্দের জামতলা এলাকায় আটকা পড়েন। ১২ ঘণ্টা পার হলেও তিনি এখনো ফেরিঘাট থেকে দুই কিলোমিটার পেছনে আছেন। তাঁর ধারণা, ফেরির নাগাল পেতে হলে তাঁকে আরও ৫ থেকে ৬ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ঈদ উপলক্ষে কয়েকটি ফেরি বাড়ানোর কথা আছে। বর্তমানে ছোট-বড় মিলে ১৯টি ফেরি থাকলেও আজ সকালে যান্ত্রিক ত্রুটির কারণে দুটি রো রো (বড়) ও একটি ইউটিলিটি (ছোট) ফেরি বিকল হয়ে পড়ে। বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি তিনটি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে মেরামত করা হচ্ছে।
ফেরিঘাট–সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের আগে যানবাহনের চাপ বাড়ায় স্থানীয় প্রভাবশালী দালালদের তৎপরতা বেড়েছে। রাতের বেলা দালালদের তৎপরতা আরও বেশি দেখা যায়। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের ওয়াজেদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের পর থেকে মহাসড়কের চার লেন সড়কে প্রবেশকালে সিরিয়াল ভেঙে গাড়ি আগে বের করে দেওয়া হয়। স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধির ছত্রচ্ছায়ায় তাঁদের লোকজন আগে ফেরিতে ওঠার ব্যবস্থার কথা বলে পণ্যবাহী গাড়ি থেকে বাড়তি টাকা নেওয়ারও অভিযোগ আছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা তরমুজবাহী কাভার্ড ভ্যান, ট্রাক, মাছের গাড়ি, অন্যান্য ফলের গাড়ি থেকে নির্ধারিত টিকিটের দামের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এ জন্য রাতের বেলা ওই সব নেতা ও জনপ্রতিনিধিদের শতাধিক সদস্য সক্রিয় থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে ঘাট-সংশ্লিষ্ট স্থানীয় কয়েকজন প্রথম আলোকে বলেন, দৌলতদিয়া ইউপির স্থানীয় প্রভাবশালী সদস্যসহ আওয়ামী লীগের স্থানীয় নেতার লোকজন তরমুজবাহী গাড়িসহ অন্যান্য ফলের গাড়ি থেকে নিয়মিত টাকা আদায় করেন। প্রতিটি গাড়ির নির্ধারিত ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। কখনো কখনো টাকার অঙ্ক আরও বেড়ে যায়। টাকা না দিলে তাঁরা ফেরি পার হতে পারেন না। এ টাকার ভাগ বিভিন্ন জায়গায় দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
পটুয়াখালী থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চালক হেকমত আলী প্রথম আলোকে বলেন, কোম্পানি থেকে ঘাটে লোক নিয়োগ করা আছে। কীভাবে গাড়ি আগে বের হবে, তিনি সেটার ব্যবস্থা করে থাকেন। এ জন্য তাঁকে নির্ধারিত বেতনের সঙ্গে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, ঈদের আগে ও পরে গাড়ির বাড়তি চাপ সামাল দিতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের পাঁচ দিন আগে থেকে ১০ দিন সাধারণ পণ্যবাহী সব গাড়ি পারাপার বন্ধ থাকবে। এ ছাড়া আজ একসঙ্গে তিনটি ফেরি বিকল হয়ে পড়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এ কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে গাড়ির চাপ বেড়েছে।