আইনশৃঙ্খলা কমিটির সভা

‘দৌলতদিয়া ঘাটের যানজট কৃত্রিম সৃষ্টি’

ঘাটে যানবাহন পারাপারকে কেন্দ্র করে অরাজকতা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ।

রাজবাড়ী জেলার মানচিত্র
রাজবাড়ী জেলার মানচিত্র

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারকে কেন্দ্র করে অনিয়ম ও অরাজকতা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে গতকাল সোমবার উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বেশির ভাগ সদস্য ক্ষোভ প্রকাশ করেন।

গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুরে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান।

সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংসদ কাজী কেরামত আলী প্রতিটি উপজেলায় একটি করে ইউনিয়ন বাছাই করে মাদকমুক্ত করার আহ্বান জানান। ইউএনও গতকালের সভায় বিষয়টি উত্থাপন করেন। এ সময় দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আবদুর রহমান মণ্ডল তাঁর ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা দেন।

আবদুর রহমান মণ্ডল বলেন, ঘাটের সব অরাজকতা দূর করতে হবে। দৌলতদিয়া ঘাটের যানজট কৃত্রিম সৃষ্টি। বিআইডব্লিউটিএর দুটি বড় টার্মিনাল রয়েছে। টার্মিনাল ফাঁকা রেখে মহাসড়কে গাড়ির লম্বা লাইন রাখা হয়। গোয়ালন্দ মোড় থেকে ট্রাফিক পুলিশ একযোগে গাড়ি ছেড়ে দিলে ঘাট এলাকায় যানজট হয়। বাইপাস সড়ক দিয়ে কোনো ভিআইপির গাড়ি যেতে দেওয়া হয় না। অথচ ট্রাফিক পুলিশ বাড়তি টাকা নিয়ে গোয়ালন্দ পদ্মার মোড় থেকে চর দৌলতদিয়া হাট দিয়ে ঘাটে পৌঁছার ব্যবস্থা করে। বিআইডব্লিউটিসির কাউন্টারে টিকিট কাটতে গেলে গাড়িপ্রতি বাড়তি টাকা নিয়ে থাকে। এসব অরাজকতা বন্ধ করতে হবে।

বাইপাস সড়কের মাথায় পণ্যবাহী গাড়ি থেকে পুলিশ ১০০–১৫০ টাকা করে নেয় বলে জানান পৌরসভার মেয়র নজরুল ইসলাম। তিনি বলেন, পুলিশ মাদক কারবারীদের আটক করছে। এর সঙ্গে জড়িত পুলিশ সব জানে। তাহলে এসব অপরাধ বন্ধ হচ্ছে না কেন? দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির সহসভাপতি নারীনেত্রী লিলি বেগম এক মাস ধরে নিখোঁজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত তাঁর সন্ধান করতে পারল না।

এ সম্পর্কে সভায় উপস্থিত গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, ঘাটে গাড়ির সিরিয়াল নিয়ন্ত্রণ বা দেখভাল করে ট্রাফিক পুলিশ। এ ক্ষেত্রে প্রয়োজন হলে থানা-পুলিশ সহযোগিতা করে থাকে। রাতে ছিনতাই প্রতিরোধ ও মাদক ঠেকাতে থানা-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে।

টার্মিনাল ফাঁকা থাকার কারণ সম্পর্কে বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, ‘টার্মিনালে কেন গাড়ি থাকে না, আমার জানা নেই। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, সম্প্রতি অপরাধের মাত্রা বেড়েছে। মাঝেমধ্যে ধারালো অস্ত্রের আঘাতে

জখম হওয়া ব্যক্তিরা হাসপাতালে আসছেন। দৌলতদিয়া ঘাটে ছিনতাইকারীদের হাতে জখম হয়ে অনেকে হাসপাতালে আসছেন। আগে কখনো এ রকম হয়নি।