দৌলতদিয়ার উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়ার (যৌনপল্লি) অসহায় নারী ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ। আজ সোমবার দুপুরে
প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়ার (যৌনপল্লি) অসহায় নারী ও দুস্থ মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন। পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আজ সোমবার দুপুরে এসব বস্ত্র বিতরণ করা হয়।

যৌনপল্লি ও আশপাশের এলাকার অসহায়-দুস্থ ১ হাজার ৪০০ জন নারী এবং ২০০ জন পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বিতরণকাজ তত্ত্বাবধান করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও সার্বিক সহযোগিতা করে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।

করোনার কারণে গত বছর থেকে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লির প্রায় তিন হাজার বাসিন্দা অনেকটা অসহায় হয়ে পড়েন। লকডাউনের কারণে আয়রোজগার অনেকটা বন্ধ হয়ে মহাবিপাকে পড়েন যৌনপল্লির প্রায় তিন হাজার বাসিন্দা। তাঁদের এই বিপদের সময় সহায়তার হাত বাড়িয়ে দেয় প্রশাসন। দুপুরে দৌলতদিয়া যৌনপল্লিসংলগ্ন মাঠে এসব অসহায় নারী ও পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরীফ-উজ-জামান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর, যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম এবং উত্তরণ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যৌনপল্লি ও আশপাশের এলাকার অসহায়-দুস্থ ১ হাজার ৪০০ জন নারী এবং ২০০ জন পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

ঝুমুর বেগম বলেন, করোনার সময় যৌনকর্মীদের একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের এ বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন পুলিশের ডিআইজি হাবিবুর রহমান ও উত্তরণ ফাউন্ডেশন। লকডাউনের মধ্যে সম্প্রতি উত্তরণ ফাউন্ডেশন এসব অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। আজ তাঁদের জন্য পাঠানো হয়েছে শাড়ি ও লুঙ্গি। এ ছাড়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এসব অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী এবং তাঁদের শিশুদের জন্য রঙিন পোশাক বিতরণ করা হয়েছে।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বর্তমানে মানবিক পুলিশ কার্যক্রমেরে অংশ হিসেবে ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ৬০০ অসহায় নারী ও পুরুষের জন্য শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়েছে।