গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি গ্রামে দোকানে হামলা চালিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ দুইজনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই ব্যক্তির নাম মো. আরিফ। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয় বলে তাঁর তার ছোট ভাই মো. সজীব নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
নিহত মো. আরিফ (২৫) শ্রীপুরের উদয়খালি গ্রামের মো. জজ মিয়ার ছেলে। এ ঘটনায় আরিফের বড় ভাই মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন তেলিহাটি গ্রামের ফালু সরকারের ছেলে তোফাজ্জল সরকার, মো. মোফাজ্জল সরকার ও মো. তাইজ উদ্দিন সরকার। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি আছেন আরও ১০-১২ জন।
১০-১২ জন লোক নিয়ে তোফাজ্জল দোকানে এসে হামলা চালান। এ সময় দোকানিদের মারধর করেন তাঁরা। একপর্যায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন হামলাকারীরা।
মামলার বিবরণ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী জানা গেছে, তেলিহাটি গ্রামে মো. মোজাম্মেল হক ও মো. সাখাওয়াত হোসেন একটি মুদি দোকান চালান। ২২ জুলাই রাত ৯টায় আসামি মো. তোফাজ্জল সরকার ওই মুদি দোকানে গিয়ে একটি গ্যাস সিলিন্ডার কেনেন। তিনি দোকানিকে ৯০০ টাকা পরিশোধ করেন। তবে দোকানি দাম চান ১ হাজার ২০ টাকা। এ নিয়ে দোকানি ও তোফাজ্জলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তোফাজ্জল ৯০০ টাকা পরিশোধ করেই জোরপূর্বক গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি চলে যান। কিছুক্ষণ পর ১০-১২ জন লোক নিয়ে তোফাজ্জল দোকানে এসে হামলা চালান। এ সময় দোকানিদের মারধর করেন তাঁরা। এ খবর পেয়ে সেখানে উপস্থিত হন দোকানি মোজাম্মেল হকের ছোট ভাই মো. আরিফ, মো. সজীবসহ বেশ কয়েকজন। একপর্যায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন হামলাকারীরা। এতে গুরুতর দগ্ধ হন আরিফ ও সজীব। তাঁদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। তাঁদের শুধু প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে।
নিহত আরিফের স্বজনেরা জানিয়েছেন, পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করার পর আরিফ ও সজীব দগ্ধ হন। আগুনে দোকানের অনেক মালামাল পুড়ে যায়। দগ্ধ আরিফ ও সজীবকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তাঁরা আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।