কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় একটি দোকানের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা দেড়টার দিকে হাজীবাজারের আবদুল মজিদের মালিকানাধীন মিসকাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মিন্নত আলী নবজাতকের লাশটি উদ্ধার করেন।
এসআই মিন্নত আলী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আবদুল মজিদ দোকান খোলা রেখে পাশের মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। এ সময় দুজন নারী দোকানে ঢুকে নবজাতককে রেখে চলে যান। নামাজ শেষে দোকানে গিয়ে নবজাতকের লাশ দেখতে পান তিনি।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পাশাপাশি দোকানমালিক মজিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
এসআইয়ের ভাষ্যমতে, নবজাতকটির বয়স চার থেকে পাঁচ দিন। এক দিন আগে তাকে মেরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, অজ্ঞাতনামা নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের লাশ দোকানের ভেতর কারা রেখেছে, তা অনুসন্ধান করা হচ্ছে।