পিরোজপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দেশ স্বাধীন না হলে এত উন্নয়ন সম্ভব হতো না

পিরোজপুরের ভান্ডারিয়ায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের এই উন্নয়ন স্বাধীনতার সুফল। দেশ স্বাধীন না হলে এত উন্নয়ন করা সম্ভব হতো না।

আজ সোমবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সুধীজনদের সঙ্গে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন আ ক ম মোজাম্মেল হক। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, পৃথিবীতে কোনো দেশ বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি। একমাত্র বাংলাদেশে পয়লা জানুয়ারি দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীদের পাঠ্যবই হাতে তুলে দেওয়া হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের সব সময় মূল্যায়ন করে। মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা প্রথম শেখ হাসিনা করেছিলেন। তিনি পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধার ভাতা ২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করেছেন।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু। বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম প্রমুখ।