দেবহাটায় মৎস্য ঘেরে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে যুবকের মৃত্যু

লাশ উদ্ধার
লাশ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটায় ইঁদুরের উৎপাত থেকে রেহাই পেতে মৎস্য ঘেরে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম কারিকর (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে সখীপুর কেবিএ কলেজের পাশে বৈরীপোতা বিলে আকরামের মালিকানাধীন মৎস্য ঘেরে এ দুর্ঘটনা ঘটে।

গ্রামের কয়েকজন বলেন, বৈরীপোতা বিলের অধিকাংশ ঘেরে ইঁদুরের উৎপাত দেখা দিয়েছে। ঘেরমালিকেরাই তাঁদের ঘেরে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছেন। আকরাম নিজের ঘেরে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করছিলেন। এ সময় দুর্ঘটনাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয় লোকজন বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে তাঁকে উদ্ধার করেন। পরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।