সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার সমর্থকদের কেন্দ্র দখল করে ভোট দেওয়ার ভিডিও চিত্র ধারণ করায় বেসরকারি টেলিভিশন মাছরাঙা ও এনটিভির দুই সাংবাদিকের ক্যামেরা ছিনতাই করে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার বেলা সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা–সমর্থিত প্রার্থী সেলিম আহমদের সমথর্কেরা কেন্দ্র দখলের চেষ্টা করেন। খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন। এ সময় দায়িত্বরত সাংবাদিকেরা কেন্দ্র দখলের চেষ্টার ভিডিও চিত্র ধারণ করতে গেলে নৌকার সমর্থকেরা ক্যামেরা ছিনতাই করে নিয়ে যান।
মাছরাঙা টেলিভিশনের সিলেট কার্যালয়ের আলোকচিত্রী শুভ্র দাশ বলেন, বেলা তিনটার দিকে দেয়াল টপকে ও কেন্দ্রের ভেতরে নৌকা প্রতীকের সমর্থকেরা স্লোগান দিয়ে প্রবেশ করেন। এ সময় তাঁরা ভিডিও চিত্র ধারণ করতে যান। একপর্যায়ে নৌকা প্রার্থীর সমর্থকেরা তাঁদের আটকে রেখে মারধর করে ক্যামেরা ছিনতাই করে নিয়ে যান। মানিব্যাগও ছিনিয়ে নিয়ে যান তাঁরা। এ ঘটনায় রাত পৌনে আটটা পর্যন্ত তাঁরা ক্যামেরা ফিরে পাননি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেবেন তাঁরা।
বেসরকারি টেলিভিশন এনটিভির সিলেট কার্যালয়ের চিত্র সাংবাদিক আনিস রহমান বলেন, ‘বেলা সোয়া তিনটার দিকে কেন্দ্রে পৌঁছালে হইচই শুনে কেন্দ্রের দিকে গেলে কেন্দ্র থেকে নৌকার মিছিল নিয়ে ফিরে যাচ্ছিলেন কয়েকজন। তাঁরা আমার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান।’
গোলাপগঞ্জ উপজেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, ভোটকেন্দ্রে গন্ডগোলের খবর পেয়ে বিকেল পৌনে চারটার দিকে কেন্দ্রে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে গন্ডগোলের খবর পেয়ে কেন্দ্রে বিজিবির স্ট্রাইকিং ফোর্স পাঠানো হয়।
এদিকে ভাদেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী সেলিম আহমদ নৌকার সমর্থকদের কেন্দ্র দখল করার বিষয়টি অস্বীকার করেন।