দুই মাস পর শূন্যে নামল করোনায় মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। গত দুই মাসের মধ্যে এই প্রথম মৃত্যুশূন্য কোনো দিন দেখল বিভাগ। অবশ্য এই ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত মে মাসে বরিশাল বিভাগে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। জুলাইয়ে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছিল। তবে আগস্টের প্রথম সপ্তাহের পর তা ধীরে ধীরে কমতে থাকে। বিভাগে এ পর্যন্ত করোনায় সংক্রমিত মোট ৬৫৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মৃত্যুহার এখন ১ দশমিক ৫০ শতাংশ। তবে বরগুনা জেলায় তা ২ দশমিক ৪৮ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় সংক্রমিত ছয়জনের মৃত্যু হয়েছিল। ওই সময়ে বিভাগে নতুন ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত এখানে উপসর্গ নিয়ে মোট ৯৪১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮৬৮ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ২ শতাংশ। নতুন ১১৩ জনের মধ্যে সর্বোচ্চ ৪৫ জন ভোলার। এ ছাড়া বরিশালে ৩৯ জন, পটুয়াখালীতে ১৮ জন, পিরোজপুরে ৫ জন, বরগুনায় ৪ জন ও ঝালকাঠিতে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির মোট সংখ্যা ৪৩ হাজার ৬৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ১০ দিন বিভাগে শনাক্তের হার ২০ শতাংশের নিচে আছে। এটা সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতনতা বৃদ্ধিসহ সরকারের নানা উদ্যোগের ফল। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, এমনটি বলা যাচ্ছে না। অগ্রগতি ধরে রাখতে হলে টিকা নেওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ ধরে রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।