সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চান্দাইকোনা এলাকায় ফুলজোড় নদে ভেসে ওঠা লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই স্কুলছাত্রের নাম শুভ হালদার (১৪)। সে চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্র হালদারের একমাত্র সন্তান ও চান্দাইকোনা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার হোলি উৎসব শেষে বন্ধুদের সঙ্গে ফুলজোড় নদে গোসল করতে নামে শুভ। নদীতে সাঁতার কাটার একপর্যায়ে শুভ নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। আজ রোববার সকালে ঘটনাস্থলের ৫০০ মিটার দূরে একটি লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করেন।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দলনেতা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।