দুই কর্মকর্তার করোনা, পাঁচ দিন বন্ধ থাকবে রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রার অফিস

করোনাভাইরাস
প্রতীকী ছবি

দুই ঊর্ধ্বতন কর্মকর্তা কোভিড-১৯–এ আক্রান্ত হওয়ায় মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার ও মৌলভীবাজার সদর সাবরেজিস্ট্রার অফিস আগামী পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রচারিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই বন্ধের কথা জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা রেজিস্ট্রার ও সদর সাবরেজিস্ট্রার অফিসের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার বিস্তার রোধে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই দুটি অফিসের সব কার্যক্রম ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’–এর প্রাপ্ত ক্ষমতাবলে আগামী পাঁচ কর্মদিবসের জন্য জনস্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৯৯ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। জেলায় এ পর্যন্ত ২ হাজার ৬৪৪ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮৮ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের। হাসপাতালে শনাক্ত ভর্তি আছেন ২১ জন। সন্দেহভাজন ভর্তি আছেন ১১ জন।

সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ দুটি অফিস বন্ধের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এই দুটি অফিসের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা কোভিডে আক্রান্ত হয়েছেন। জরুরি সভার মাধ্যমে অফিস দুটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।