দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাউগা মোড় রাজপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন দিনাজপুর সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার নজরুল ইসলাম (৪০) ও শহরের বড় বন্দর চালতাতলা এলাকার কৃষ্ণ মজুমদার (৩৫) ওরফে আনোয়ারুল ইসলাম।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে রাজপুকুর এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক বিকল হয়ে পড়ে ছিল। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে তাঁদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, ভোরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পান তাঁরা। পুলিশের একটি টহল দল সকাল সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। নিহত ব্যক্তিদের কাছে নেশাজাতীয় দ্রব্য পাওয়া গেছে। সেগুলোর জব্দতালিকা করা হয়েছে।