দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদে ডুবে লাবিব হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় লাবিব। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা তিনটায় লাবিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাবিব উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। সে খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে তিন বন্ধু মিলে খানসামা সেতু-সংলগ্ন আত্রাই নদে গোসল করতে নামে লাবিব। একসময় গভীর পানিতে ডুবে যায় সে। দুই বন্ধু মিলে উদ্ধার করতে গিয়ে তারাও একপর্যায়ে গভীর পানিতে ডুবে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে নদীতে মাছ ধরতে থাকা এক জেলে তাদের দুজনকে উদ্ধার করলেও লাবিবকে খুঁজে পাননি। স্থানীয় বাসিন্দারা বিষয়টি খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানালে তাদের প্রতিনিধিদল এসে লাবিবকে উদ্ধার করে।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। অনেক খোঁজাখুঁজি করে নির্দিষ্ট স্থান থেকে প্রায় ৪০০ মিটার দূরে লাবিবকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাবিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন মৃত্যুরোধে সচেতনতা জরুরি বলে জানান তিনি।’