দা ও লাঠিসোঁটা নিয়ে র‍্যাবের ওপর হামলা, আহত ২

প্রতীকী ছবি

ফেনসিডিলের চোরাচালানকারীদের ধরতে অভিযানে গিয়ে আহত হয়েছেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সদস্য ও র‍্যাবের এক তথ্যদাতা। এ সময় মাদক ব্যবসায়ীরা এক জোট হয়ে দা ও লাঠিসোঁটা নিয়ে র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। পরে আত্মরক্ষার্থে র‍্যাব তিন রাউন্ড গুলি নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আজ সোমবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সাতবর্গ ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলার মধ্যবর্তী সড়কে এ হামলা ও আটকের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সৈনিক মাসুদ আলম (৩০) ও র‍্যাবের তথ্যদাতা লিটন মিয়া (২৫)। আটক দুই মাদক ব্যবসায়ী আক্তার হোসেন ও তাঁর ছেলে তোফাজ্জল হোসেন। তাঁরা হবিগঞ্জের মেহেরগাঁও এলাকার বাসিন্দা।

মাদক ব্যবসায়ীরা এক জোট হয়ে দা ও লাঠিসোঁটা নিয়ে র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। আত্মরক্ষার্থে র‍্যাব তিন রাউন্ড গুলি নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফীউদ্দিন মোহাম্মদ যোবায়ের প্রথম আলোকে বলেন, ফেনসিডিলের একটি বড় চালান পাচার হবে বলে গোপন মাধ্যমে তাঁদের কাছে খবর আসে। খবর পেয়ে তাঁরা চোরাচালানকারীদের ধরতে প্রথমে বিজয়নগরের সাতবর্গ এলাকায় যান। পরে সেখান থেকে সাতবর্গ-মনতলা সড়ক ধরে এগিয়ে মনতলায় পৌঁছালে টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের লোকজন এক জোট হয়ে দা ও লাঠিসোঁটা নিয়ে র‍্যাবের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় র‍্যাবের সৈনিক মাসুদ ও তথ্যদাতা লিটন আহত হন। আত্মরক্ষার্থে র‍্যাবের সদস্যরা তিন রাউন্ড গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যবসায়ী আক্তার হোসেন ও তাঁর ছেলে তোফাজ্জলকে আটক করা হয়।

র‌্যাব অধিনায়ক বলেন, আহত দুজনকে উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।