দাঁড়ানো বাসে মাইক্রোবাসের ধাক্কা, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মৌলভীবাজার সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে মাইক্রোবাসের ধাক্কা লেগে অরুন লাল দেব (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

আজ রোববার বিকেল চারটার দিকে সদর উপজেলার মৌলভীবাজার-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মনুমুখ ইউনিয়ন কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

অরুন লাল দেব মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজার শহীদ সুদর্শন উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার গণেশপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌলভীবাজার-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বাস দাঁড়ানো ছিল। অরুন লাল দেবের মাইক্রোবাসটি বাসের পেছনে এসে ধাক্কা দেয়। এতে অরুন লাল দেব গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক প্রথম আলোকে বলেন, দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে ধাক্কা দেয় ওই মাইক্রোবাসটি। এতে তিনি নিহত হন।