তিস্তা নদীর পানি সকালে বিপৎসীমার ওপরে, দুপুরে নিচে

তিস্তা ব্যারেজের ফাইল ছবি
তিস্তা ব্যারেজের ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। শুক্রবার সকাল ছয়টায় উপজেলার গড্ডিমারীতে অবস্থিত সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে এই পানি প্রবাহিত হয়। সকাল ৯টার দিকে তা কমে একই পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। তবে দুপুর ১২টায় বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক (গেজ রিডার) নুরুল ইসলাম বলেন, তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির বিপৎসীমা হচ্ছে ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।

জেলা পানি উন্নয়ন বোর্ড দপ্তরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় লালমনিরহাট জেলায় বৃষ্টিপাত হয়েছে ৮৪ মিলিমিটার। তিস্তা, ধরলা ও রত্নাই নদীর পানি বাড়ার দিকে নজর রাখা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আছে তাঁদের।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, জেলার নদীগুলোর বুক ভরাট হয়ে গেছে। অল্প পানিতে নদীর দুকূল ছাপিয়ে যায় পানিতে। নদী খনন করতে ২০১৯ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।