তিন দিনের ছুটি পেয়ে গ্রামের বাড়ি মাদারীপুরে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সেলিম শিকদার (৪৮)। ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে বাঁশবোঝাই নছিমনের চাপায় মারা গেছেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে জেলার শিবচর উপজেলার চান্দেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সেলিম শিকদার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কাজ করতেন।
সেলিম শিকদারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার তিন দিনের ছুটি পেয়ে নিজের স্কুটার নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সেলিম শিকদার। ছুটি শেষে গতকাল দুপুরে কর্মস্থলের উদ্দেশে ঢাকার পথে রওনা দেন তিনি। শিবচরের চান্দেরচর এলাকায় পৌঁছালে বাঁশবোঝাই একটি নছিমন তাঁর স্কুটারটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থায় অবনতি হলে ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে তিনি মারা যান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আমির হোসেন বলেন, ঘটনাটি তাঁরা শুনেছেন। সেলিম শিকদারের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
ট্রাক্টরচাপায় বৃদ্ধের মৃত্যু
এদিকে গতকাল শনিবার রাত আটটার দিকে সদর উপজেলার মিঠাপুরে এলাকায় ট্রাক্টরচাপায় ছমির মুন্সি (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যক্তিগত কাজ শেষে মিঠাপুর বাজারে দাঁড়িয়ে ছিলেন ছমির মুন্সি। ইট নামিয়ে একটি ট্রাক্টর পেছনে ঘোরানোর সময় ওই বৃদ্ধকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।