নরসিংদীর রায়পুরা ও বেলাবতে অভিযান চালিয়ে ৩টি ইটভাটা থেকে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ইট তৈরির অপরাধে আজ রোববার ভাটাগুলোকে জরিমানা করা হয়। এ সময় ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহম্মেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের আবদুল ওয়াদুদের ফাইভ স্টার ব্রিকস, রাধানগর গ্রামের আসাদুজ্জামানের পেরাগী ব্রিকস এবং বেলাব উপজেলার আমলাব গ্রামের বশির আহমেদের এসবিএ ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া ৩টি ইটভাটা থেকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর বলছে, পরিবেশগত ছাড়পত্র, জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই ভাটা তিনটিতে ইট তৈরি করা হচ্ছিল। এ ছাড়া বিদ্যালয় ও লোকালয়ের কাছাকাছি কৃষিজমি নষ্ট করে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালানোর অভিযোগ আছে ইটভাটাগুলোর বিরুদ্ধে। এসব অভিযোগ ও নিজেদের পর্যবেক্ষণের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান চালান।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান বলেন, ‘অভিযানে ৩টি ইটভাটা থেকে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইটভাটা তিনটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটাবিরোধী আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’