ঈদের ছুটির পর গতকাল রোববার সরকারি অফিস খুললেও এখনো ছুটির আমেজ কাটেনি। গতকাল শহরে যানবাহনের সংখ্যাও ছিল কম।
ছুটির পর প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মন্ত্রী-সচিব থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই অনেকটা সময় কাটিয়েছেন।
কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন, স্বাভাবিক চিত্র ফিরে আসতে আরও দু-এক দিন লাগবে।
৫ জুন সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়। ঈদের ছুটি ৬ জুন পর্যন্ত থাকলেও পরের দুই দিন (৭ ও ৮ জুন) ছিল সাপ্তাহিক ছুটি। আবার এর আগে গত সপ্তাহে শুধু ৩ জুন অফিস খোলা ছিল।
লম্বা ছুটি শেষে গতকাল অফিস খুললেও প্রাণচাঞ্চল্য ফেরেনি। আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারসহ বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পৃথকভাবে নিজ মন্ত্রণালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।