সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ শনিবার দুপুরে ঢাকার ডেমরায় করিম জুট মিলস প্রাঙ্গণে এক হাজার অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শীতবস্ত্র বিতরণকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেনাবাহিনীর মেডিকেল টিম বিনা মূল্যে মানুষের স্বাস্থ্যসেবা দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার সেবায় সব সময় নিয়োজিত। যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও দেশের সব প্রয়োজনে সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থেকে দেশ গঠনে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
সেনাপ্রধানের নির্দেশে প্রতিবছরের মতো এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে সেনাপ্রধান স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।