সুনামগঞ্জের ধরমপাশা

ট্রান্সফরমার চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর অভিযোগ কেন্দ্রের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত এক মাসে এখানকার তিনটি গ্রাম থেকে চারটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। ট্রান্সফরমার চুরি হওয়ায় পল্লী বিদ্যুতের গ্রাহকেরা দুর্ভোগে পড়েছেন। চুরি ঠেকাতে গ্রাহকেরা গত বুধবার থেকে রাত জেগে পালা করে পাহারা দিচ্ছেন।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা ধরমপাশা উপজেলার ধরমপাশা ও মধ্যনগরে দুটি অভিযোগ কেন্দ্র রয়েছে। এই উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকসংখ্যা প্রায় ৪৮ হাজার। ধরমপাশা অভিযোগ কেন্দ্র এলাকাগুলোতে ট্রান্সফরমারের সংখ্যা ১ হাজার ৫০ এবং মধ্যনগর অভিযোগ কেন্দ্র এলাকাগুলোতে ৯৫৫টি ট্রান্সফরমার রয়েছে। গত এক মাসে মধ্যনগর অভিযোগ কেন্দ্রের আওতায় থাকা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রাম থেকে একটি, চামরদানী ইউনিয়নের কায়েতকান্দা গ্রাম থেকে দুটি এবং সর্বশেষ গত মঙ্গলবার রাতে মধ্যনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, রাতের আঁধারে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। পুনরায় ট্রান্সফরমার পেতে হলে গ্রাহকদের ট্রান্সফরমারের অর্ধেক মূল্য পল্লী বিদ্যুৎকে দিতে হয়। এতে গ্রাহকেরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাঁদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে। ট্রান্সফরমার চুরি ঠেকাতে নিরুপায় হয়ে এখানকার গ্রাহকেরা গত বুধবার থেকে রাত জেগে পালা করে নিজ নিজ এলাকার ট্রান্সফরমার পাহারা দিচ্ছেন।

মধ্যনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. ফয়েজ উদ্দিন বলেন, ট্রান্সফরমার চুরি রোধে জনসচেতনতা বাড়াতে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে প্রচারপত্র বিলি ও মাইকিং করা হয়েছে। নিজ নিজ এলাকার ট্রান্সফরমার চুরি ঠেকাতে প্রয়োজনীয় নজরদারি রাখতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে। ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন আজ শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ট্রান্সফরমার চুরিসংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. আবুল কালাম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পল্লী বিদ্যুতের গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।