ট্রাক্টরের লাঙলের ফলায় জড়িয়ে কৃষকের মৃত্যু

লাশ
 প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের টেপারহাট গ্রামে জমি চাষের সময় ট্রাক্টরের লাঙলের ফলায় ছিন্নভিন্ন হয়ে নিহত হয়েছেন ওই গ্রামের কৃষক আব্দুর রহিম (৪৪)। দুর্ঘটনাটি আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন কৃষক বলেন, ট্রাক্টর ভাড়া করে জমিতে চাষ করছিলেন আব্দুর রহিম। এ সময় তিনি চালকের আসনের পাশে বসে ছিলেন। চলন্ত ট্রাক্টর থেকে হঠাৎ পড়ে যান তিনি। এ সময় তাঁর পরনের লুঙ্গি ট্রাক্টরের ফলায় আটকে যায়। এতে তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এই অবস্থায় ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।