কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। তাৎক্ষণিকভাবে তাঁদের কারও পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের নয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মোছা. সুমাইয়া বলেন, আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ওই দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ওই দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।মোছা. সুমাইয়া, চিকিৎসা কর্মকর্তা, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে অটোরিকশাটি কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে ছেড়ে আসে। এটি ভৈরব যাচ্ছিল। অটোরিকশাটিতে চালকসহ ছয়জন ছিলেন। বেলা দেড়টার দিকে অটোরিকশাটি নয়াহাটি পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি ছিটকে দূরে পড়ে যায়। ট্রাকটি কিছু দূরে গিয়ে থেমে যায়। ঘটনাস্থলে অটোরিকশার আরোহীদের মধ্যে ২২ থেকে ২৫ বছর বয়সী এক তরুণ নিহত হন। অটোরিকশার বাকি পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ৫০ থেকে ৫৫ বছর বয়সী দুই ব্যক্তি মারা যান। তাঁরা দুজনই পুরুষ।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, ট্রাকটি খালি ছিল। এটির চালক পালিয়ে গেছেন।