কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল আহমেদ (২৬) উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের আক্তার মল্লিকের ছেলে। তিনি বিআরবি গ্রুপে কর্মরত ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন রাসেল। কদমতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রাসেল। তাঁর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।