টেকনাফে আতশবাজির আগুনে পুড়ল তিনটি বসতঘর

টেকনাফে একটি বাগদান অনুষ্ঠানে আতশবাজি থেকে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে।
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে একটি বাগদান অনুষ্ঠানে আতশবাজি থেকে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার উত্তর রোজারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত লোকজন ও স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে রাহমত করিমের বাগদান অনুষ্ঠান চলছিল। এ সময় আতশবাজি ফাটাতে গিয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড বাঁশের বেড়া ও সেমিপাকা ছাউনির তিনটি বসতঘরে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তিনটি বসতঘর পুড়ে যায়।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘর তিনটির প্রয়োজনীয় আসবাব পুড়ে গেছে। টেকনাফ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য বশির আহমদ প্রথম আলোকে বলেন, বাগদান অনুষ্ঠানের আতশবাজি থেকে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এ তিন পরিবারকে শীতের মধ্যেই এখন খোলা আকাশের নিচে থাকতে হবে। সরকারিভাবে তাদের সহযোগিতার জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।