ক্রমাগত কাটায় টিলাটি নিশ্চিহ্ন হতে চলেছে। টিলা কাটানোর দায়ে প্রায় ছয় মাস আগে এটির মালিককে জরিমানা করা হয়েছিল, কিন্তু তাতে থামেনি টিলা কাটা। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে বাকি অংশও কেটে ফেলা হচ্ছিল। স্থানীয় কিছু ব্যক্তি রাস্তার কাজের জন্য দুটি গাড়িতে করে টিলার মাটি নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালায়। তারা মাটিবোঝাই দুটি গাড়ি জব্দ করে নিয়ে যায়। পরে গাড়ির মালিকদের এক লাখ টাকা জরিমানা করা হয়। রোববার মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাইবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সমাই বাজারের পাশ ঘেঁষে ২০-২৫ ফুট উচ্চতার প্রায় ৩৫ শতক আয়তনের একটি টিলা ছিল। এটির মালিক স্থানীয় বাসিন্দা আনোয়ারা বেগম। বসতঘর তৈরির জন্য গত বছর স্থানটি সমান করতে তিনি টিলা কাটানো শুরু করেন। এতে টিলাটির বেশির ভাগ অংশ কাটা হয়ে যায়। এ অবস্থায় ওই বছরের ৩ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এরপর কিছুদিন টিলা কাটার কাজ বন্ধ থাকে। সম্প্রতি এলাকার একটি রাস্তার কাজে মাটি সরবরাহের ঠিকাদারি পান স্থানীয় কিছু লোক। তাঁরা মালিকের সঙ্গে আলোচনা করে টিলাটি কেটে মাটি নেওয়ার উদ্যোগ নেন। আশপাশের লোকজন তাতে বাধা দেন। তাঁরা তা না মেনে রোববার ভোরে সাত-আটজন শ্রমিক দিয়ে টিলাটি কাটানো শুরু করেন।
দুটি পিকআপ ভ্যানে মাটি তুলে নেওয়া হচ্ছিল। সকাল ১০টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে যায়। টের পেয়ে টিলা কাটার কাজে নিয়োজিত শ্রমিকসহ গাড়ির চালকেরা দৌড়ে পালিয়ে যান। পরে দুটি গাড়ি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। বিকেল চারটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। এ সময় গাড়ি দুটির মালিক স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার ও জামাল উদ্দিনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা পরিশোধ করায় তাঁদের গাড়ি ছেড়ে দেওয়া হয়। অভিযানের সময় জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) অনিক রঞ্জন দাস উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মাটি কেটে নেওয়ায় টিলাটি ক্ষতবিক্ষত হয়ে গেছে। সামান্য কিছু অংশ বাকি ছিল। সেটাও রক্ষা পাচ্ছিল না। টিলার মালিককে পাওয়া যায়নি। তাই ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে গাড়ির মালিকদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে টিলার মাটি পরিবহনের কাজে দুটি গাড়ি যাতে ব্যবহৃত না হয়, সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।