ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
নিহত দুজন হলেন আনসার সদস্য ছানোয়ার হোসেন (৪০) ও একটি টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া (৩৮)। দুজনের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কামাল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাস রোববার রাত দেড়টার দিকে মহাসড়কের এলেঙ্গা জালদো সেতুর সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি মাইক্রোবাসটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাঁরা মাইক্রোবাসের যাত্রী। মাইক্রোবাসটিতে থাকা অপর তিনজন আহত হন। তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।