টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম ওরফে রেজা (৩৮) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় রেজাউল ইসলামের ওপর একদল সন্ত্রাসী হামলা করে। তাঁকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে।
রেজাউল শহরের দেওলা এলাকার মো. আজাদ আলমগীরের ছেলে। তিনি শ্রমিক লীগের রাজনীতিতে আসার আগে জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
রেজাউলের বন্ধু সেলিম সিকদার জানান, প্রথমে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতেই রেজাউলকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আরিফ ফয়সাল জানান, হামলাকারীরা রেজাউলের হাত, পা, মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।