টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন এবং গোপালপুরে নছিমন উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ধনবাড়ীর কয়রাপাড়া ও গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গোপালপুরের পৌরশহরের ভূয়ারপাড়া এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ইটবোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। কয়রাপাড়া পৌঁছালে ধনবাড়ীগামী একটি পিকআপভ্যানের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পিকআপভ্যানের চালক ও সহকারীকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
পিকআপভ্যানের নিহত চালক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের মফিজ মিয়ার ছেলে সুজন মিয়া। চালকের সহকারীর পরিচয় পাওয়া যায়নি।
এদিকে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রাম থেকে নছিমনে (শ্যালোইঞ্জিনচালিত যানবাহন) গাছের গুঁড়িবোঝাই করে তার উপরে বসে বাড়ি ফিরছিলেন একজন শ্রমিক। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভূয়ারপাড়া সড়কে নছিমন উল্টে ওই শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকের নাম বাবু (২৫)। তিনি গোপালপুর পৌর এলাকার ডুবাইল ঘটকবাড়ীর নূরুল ইসলামের ছেলে।