টাঙ্গাইলে আইটি পার্ক স্থানান্তর প্রতিরোধে কমিটি, ১৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

প্রস্তাবিত শেখ কামাল আইটি পার্ক মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন। আজ রোববার টাঙ্গাইলের ঘাটাইলে এ কর্মসূচির আয়োজন করে ‘শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটি’
 ছবি: প্রথম আলো

টাঙ্গাইলে প্রস্তাবিত ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ ঘাটাইল থেকে মধুপুরে স্থানান্তরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। প্রতিষ্ঠানটির স্থানান্তর প্রতিহত করতে ‘ঘাটাইল শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটি’ গঠন করা হয়েছে। আজ রোববার এ কমিটির আহ্বানে ঘাটাইলে ১৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচিও পালিত হয়েছে।

কমিটির নেতারা বলছেন, আইটি পার্ক রক্ষায় গণস্বাক্ষর অভিযান, বিক্ষোভ–মিছিল কর্মসূচি পালন করা হবে। এ পার্ক মধুপুরে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল না হলে হরতাল, মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পার্ক রক্ষায় আজ বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইলের পাকুটিয়া থেকে হামিদপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধনের আয়োজন করা হয়। উপজেলার শাহপুর, পাকুটিয়া, পোড়াবাড়ি, ব্রাহ্মণশাসন, কদমতলী ও হামিদপুর এলাকায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার কয়েক হাজার মানুষ মানববন্ধনে অংশ নেন।

পরে পার্ক রক্ষা কমিটির আহ্বায়ক জুলফিকার হায়দারের সভাপতিত্বে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব আতিকুর রহমান, ঘাটাইল সরকারি জিবিজি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, জিবিজি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি আবু সাঈদ রুবেল প্রমুখ।

বক্তারা ঘাটাইল থেকে আইটি পার্ক মধুপুরে স্থানান্তরের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, ঘাটাইলের মানুষকে বঞ্চিত করে মধুপুরে আইটি পার্ক স্থানান্তরের সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এ বিষয়ে বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আইটি পার্ক রক্ষা কমিটির সদস্যসচিব আতিকুর রহমান বলেন, ২০১৯ সালের ২৫ জুন ঘাটাইল উপজেলার গৌরশ্বর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের অকৃষি ১২ দশমিক ৭৭ একর জমি টাঙ্গাইল জেলার আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার/ হাইটেক পার্ক/ আইটি ভিলেজ/ সফটওয়্যার টেকনিক্যাল পার্ক স্থাপনের জন্য নির্বাচন করা হয়। ভূমি মন্ত্রণালয় জমির প্রতীকী মূল্য এক লাখ এক হাজার টাকা নির্ধারণ করে। সেই টাকা ওই বছরের ২৯ ডিসেম্বর ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করা হয়। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সরকারের পক্ষে জেলা প্রশাসক দীর্ঘমেয়াদি লিজ দলিল সম্পাদন ও রেজিস্ট্রির মাধ্যমে ওই জমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বরাবর হস্তান্তর করেন।

আতিকুর রহমান আরও বলেন, সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর হস্তক্ষেপে আইটি পার্কটি ঘাটাইল থেকে মধুপুরে নিয়ে যাওয়া হচ্ছে।