টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১৫

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকার সাভার উপজেলায় চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার রাতে উপজেলার টঙ্গাবাড়ি ও কলমা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহেল রানা (৩২), ইমরান (১৮), রাব্বি মাহমুদ (১৮), ইব্রাহিম শেখ (২৪), চয়ন বাড়ই (১৯), ফাহাদ (১৮), হাবিব (১৮), রাসেল (১৮), বাদল আহমেদ (১৮), তাওসিফ (২০), ইমরুল কায়েস (২৪), মোস্তাফিম মজরিনা (২১), হালিমা আক্তার (১৮), জহুরা আক্তার (১৯) ও গিয়াস সরদার (৬০)।

র‌্যাব-৪ সূত্রে জানা যায়, কয়েকজন টঙ্গাবাড়ি এলাকায় জিম সিকিউরিটি লিমিটেড নামের ভুয়া প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অসচ্ছল তরুণ-তরুণীদের আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। রোববার রাতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ওই ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওই কার্যালয় থেকে ৪০টি নিয়োগ বিজ্ঞাপন ফরম, তিনটি ভর্তি ফরম, ৭টি হলফনামা, ১০টি আইডি কার্ড ও ৭টি যোগদানপত্র জব্দ করা হয়। উদ্ধার করা হয় ১৫ জন চাকরিপ্রার্থীকে, যাঁদের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারিত করা হচ্ছিল। একই রাতে কলমা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া গিয়াস সরদারের হেফাজতে থাকা ছয়জন চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঢাকাসহ জেলার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ভুঁইফোড় প্রতিষ্ঠান খুলে শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অসচ্ছল তরুণ-তরুণীদের উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা তাঁরা স্বীকার করেছেন। আজ সোমবার সংশ্লিষ্ট থানায় তাঁদের সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে।