‘টর্চার সেল’ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, শিপলুসহ তিনজন আটক

যশোর জেলার মানচিত্র
যশোর জেলার মানচিত্র

যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির ওরফে শিপলুর (৪৩) ‘টর্চার সেল’ (নির্যাতন কক্ষ) থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে অপহৃত একজনকে উদ্ধার করেছে পুলিশ। যশোর শহরের হাজী মুহম্মদ মুহসীন সড়কের জব্বার অ্যান্ড সন্স দোকানের পেছনের গলি থেকে তাঁকে উদ্ধার করা হয়। ওই গলিতে শিপলুর ‘টর্চার সেল’।

জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাইফুলকে উদ্ধার করা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে। এ সময় শাহজাহান কবির ওরফে শিপলুসহ তিনজনকে আটক করা হয়। আজ শুক্রবার কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক শিপলু শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার বাসিন্দা। অপর দুজন হলেন, শহরের বকচর এলাকার শফিকুল ইসলাম ও চাঁচড়ার কবরস্থান এলাকার মোছা. কুলসুম (৩০)। তাঁদের কাছ থেকে ব্যাংকের ফাঁকা চেক, তিনটি কাঠের লাঠি, ৩৫ হাজার টাকা ও মুঠোফোন উদ্ধার হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রূপন কুমার সরকার বলেন, বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের হাজী মুহম্মদ মুহসীন সড়কের জব্বার অ্যান্ড সন্স দোকানের সামনে থেকে চাঁচড়ার মধ্যপাড়ার ব্যবসায়ী সাইফুল ইসলামকে অপহরণ করা হয়। চাঁচড়ার কবরস্থান এলাকার বাসিন্দা কুলসুমের পাওনা টাকা আদায়ের লক্ষ্যে সাইফুলকে অপহরণ করে শিপলুর কথিত টর্চার সেলে নেওয়া হয়। শিপলুর নির্দেশে অজ্ঞাতনামা সাত থেকে আটজন সাইফুলকে মারধর করে বাড়িতে খবর পাঠান।

পুলিশ জানায়, অপহরণকারীরা ওই ব্যবসায়ীর কাছ থেকে ফাঁকা চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও ৫৩ হাজার টাকা নেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইফুলকে উদ্ধার করে। একই সঙ্গে শিপলুসহ তিনজনকে আটক করা হয়।