পারাপারের জন্য ব্যবহৃত একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন সাতজন। নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায় নৌকাটি। ঘটনার পর পার্শ্ববর্তী নৌকার যাত্রীরা পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান একজন। ডুবে যাওয়া বাকি এক নারী ও এক শিশু এখনো নিখোঁজ। নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচরে মেঘনা নদীতে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
রায়পুরার সমীবাদ গ্রাম থেকে ছেড়ে আসা ওই নৌকার গন্তব্য ছিল একই উপজেলার মির্জারচর গ্রাম। সমীবাদ গ্রাম থেকে নদীপথে মির্জারচর গ্রামের দূরত্ব এক কিলোমিটারেরও কম। ইঞ্জিনচালিত নৌকায় করে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যেতে সময় লাগে পাঁচ মিনিটেরও কম। গন্তব্যের কাছাকাছি পৌঁছার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
গতকাল রাত ৮টার দিকের ওই দুর্ঘটনায় মারা যান উজ্জ্বল মিয়া (২৫)। তিনি রায়পুরার মির্জারচর গ্রামের আক্তার মিয়ার ছেলে। উজ্জ্বল সাঁতার জানতেন না বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় কমলা বেগম (৪৫) ও সুমাইয়া খাতুন (৫) নামের দুজন এখনো নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয় লোকজন ও মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, ঝড়ের কারণে রোববার রাতে নিখোঁজ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের উদ্ধারে এখন চেষ্টা করে যাচ্ছেন স্থানীয় লোকজন ও মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।