ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ওই কিশোরের নাম মো. রাব্বি হাওলাদার (১৫)। সে রাজাপুর উপজেলার মনোহরপুর এলাকার মো. বশির হাওলাদারের ছেলে ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের মেডিকেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বাইকের আরও তিন আরোহী আহত হয়েছেন। তাঁরা হলেন মনোহরপুর এলাকার মো. মজনু হাওলাদারের ছেলে মো. ইমরান হাওলাদার (১৯), কীর্তিপাশা এলাকার মো. আবুল ফকিরের ছেলে মো. রাজীব (১৯) ও ঝালকাঠি সদরের আবুল ব্যাপারীর ছেলে মো. রনি ব্যাপারী (১৫)।
এর মধ্যে ইমরান ও রাজীবকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর রনি চিকিৎসা নিচ্ছেন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ভাড়া করা একটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু মনোহরপুর এলাকা থেকে রাজাপুরের দিকে যাচ্ছিলেন। রাব্বি মোটরসাইকেলে সবার পেছনে বসা ছিলেন। ইমরান হাওলাদার মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
আহত চার আরোহীকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালক মো. মেহেদী হাসানকে আটক করে পুলিশ। পরে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত স্কুলছাত্রের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।