সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির হাত-পা মোচড়ানো লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হরিপুরের হেমুগ্রামসংলগ্ন মহাসড়কের পাশের একটি ঝোপে লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে দুপুর ১২টার দিকে জৈন্তাপুর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় ব্যক্তিরা জানান, হেমুগ্রামে সিলেট-তামাবিল মহাসড়কের পাশের ঝোপে লাশটি পড়েছিল। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত করতে পারেননি তাঁরা।
সিলেট জেলা পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তির বাম হাত ও বাম পা মোচড়ানো ছিল। তাঁর বয়স ৪০ বছরের বেশি বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল তৈরির পর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তের পর জানা যাবে। নিহত ব্যক্তির হাত-পা মোচড়ানো ছিল বলে জানা গেছে।