নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মোরসালিন (২৮)। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রূপগঞ্জের ভুলতায় জুস কারখানার ছয়তলা ভবনে আগুন ধরে যায়। এ সময় প্রাণ বাঁচাতে ভবনটি থেকে লাফিয়ে পড়েন শ্রমিক স্বপ্না রানী (৪৪) ও মিনা আক্তার (৩৪)। ঘটনাস্থলেই দুজন মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, রূপগঞ্জের জুস কারখানার শ্রমিক মোরসালিনকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক মোরসালিনকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর সুবেদপুর গ্রামে। তাঁর বাবার নাম আনিসুর রহমান। এক ভাই, এক বোনের মধ্যে মোরসালিন বড় ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোরসালিনের প্রতিবেশী জুয়েল হক প্রথম আলোকে জানান, মোরসালিন প্রাণ বাঁচাতে গিয়ে কারখানার তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়েন।
রাত ১২টায় এই প্রতিবেদন লেখার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আটজন শ্রমিক চিকিৎসাধীন ছিলেন। তাঁরা হলেন শ্রমিক আমেনা বেগম (৩২), ফাতেমা আক্তার (২৩), মাজেদা আক্তার (২৮), নাহিদ হোসেন (২৩), মনজুরুল ইসলাম (২৫), মো. মহসিন (২৭) আবু বকর সিদ্দিক (৪০) ও মহসিন হোসেন (২৭)।