১১ বছরের ছেলে অনুপ তালুকদারকে নিয়ে ছোট একটি নৌকায় করে বৃহস্পতিবার দুপুরে গ্রামের পাশের বাজারে যাচ্ছিলেন কৃষক কার্তিক তালুকদার (৪৫)। সেই নৌকায় ছিল শুকনা ধান। এসব ধান চাল করতেই বাজারে যাচ্ছিলেন বাবা-ছেলে। ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
এ সময় কার্তিক ছেলে অনুপকে ধরে মাথার ওপর তুলে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে পাশের গ্রামের লোকজন গিয়ে অনুপকে উদ্ধার করতে পারলেও কার্তিক নিখোঁজ হন। পরে বিকেলে হাওরের পানি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
কার্তিক তালুকদারের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামে। তিনি একজন কৃষক।
রাজনাও গ্রামের বাসিন্দা সেলিম আহমদ বলেন, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে হাওরে তখন প্রচণ্ড ঢেউ ছিল। অনুপ সাঁতার জানলেও ঢেউয়ের কারণে সে ভয় পেয়ে যায়। তার বাবাই তাকে বাঁচিয়েছেন। না হলে সে–ও হাওরে ডুবে যেত।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় কার্তিক তালুকদারের লাশ উদ্ধার করে।