জামালপুরে একজন সাংসদ ও উপজেলা পরিষদের একজন ভাইস চেয়ারম্যানসহ আরও ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩০৭ জন কোভিড-১৯-এ আক্রান্ত হলেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫৪ জনের নমুনা পরীক্ষার পজিটিভ ফল এসেছে। এর মধ্যে ইসলামপুরে ১৭ জন, বকশীগঞ্জে ১৮ জন, সদরে আটজন, দেওয়ানগঞ্জে তিনজন. সরিষাবাড়ীতে পাঁচজন, মাদারগঞ্জে দুজন ও মেলান্দহ উপজেলায় একজন রয়েছেন।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস প্রথম আলোকে বলেন, ৫৪ জনের মধ্যে একজন সাংসদ আছেন। এই ৫৪ জনের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে। আলোচনা করে সবার চিকিৎসার ব্যবস্থা করা হবে।