জনগণের প্রতি সরকারের কোনো মায়া-দয়া নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত ১২-১৩ বছরে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ৮০, ৯০, ১০০, ১৪৪, ২৬৪ শতাংশ—এভাবে বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন। বিদ্যুতের দাম ৯০ শতাংশ, গ্যাসের দাম ১৪৪ শতাংশ, পানির দাম ২৬৪ শতাংশ বাড়ানো হয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় বরিশাল মহানগর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। নগরের ৩০টি ওয়ার্ডে নতুন কমিটি গঠনের জন্য তথ্য সংগ্রহ ফরম বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে খুব টেনশনে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী তো হবেন চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সরকার তাঁরাই চালাবেন। আপনি নিজের ঘর সামলান। আওয়ামী লীগ যে পরিমাণ খুন-গুম-হত্যা করেছে, গত ১০ বছরে দেশের ১১ লাখ কোটি টাকা পাচার করে বেগমগঞ্জ গড়ে তুলেছে, মালয়েশিয়ায় দ্বিতীয় হোম করেছে, আপনাদের এই অন্যায়, দুর্নীতি নিয়ে জনগণের পাশে দাঁড়াবেন কীভাবে? তখন কে আপনাদের নেতৃত্ব দেবে? এটা আগে চিন্তা করুন।’
এই সরকারের জনগণের ভোটের দরকার নেই মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা দিনের আলোর ভোট গভীর রাতের অন্ধকারে নিয়ে গেছেন। আর ওই ভোট দেয় র্যাব, পুলিশ ও বিজিবি। তাই জিনিসপত্রের মূল্যবৃদ্ধি করলে তাঁর কিছুই যায়-আসে না। আপনার যদি সাহস থাকে, তবে একটি স্বচ্ছ নির্বাচন দিন। তারপর দেখেন, জনগণ কাকে ভোট দেয় আর কাকে চায়।’
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে ও সদস্যসচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়। এদিন বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন।