সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অন্যতম বিরোধী দল বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত আক্তার হোসেন।
চামচ প্রতীকে আক্তার হোসেন পান ৮ হাজার ৩৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া পান ৮ হাজার ১৮ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান পান ৮১৮ ভোট।
নির্বাচনের তিনটি কেন্দ্রে ইভিএম জটিলতায় ভোটাররা ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া। তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে সহস্রাধিক ভোটার ইভিএম জটিলতায় ভোট দিতে না পেরে ফিরে গেছে বলে অভিযোগ করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার দাবি জানান তিনি।
নবনির্বাচিত মেয়র আক্তার হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনরায় প্রতিফলিত হয়েছে।’
পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে জগন্নাথপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। ২০০০ সালে প্রথম পৌর নির্বাচন অনুষ্ঠিত হলে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি প্রয়াত হারুনুর রশীদ হিরণ মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়। অল্প দিনের মধ্যে তিনি মারা গেলে তাঁর ছেলে মিজানুর রশীদ ভূঁইয়া উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৫ সালে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। ২০১০ সালে উপজেলা বিএনপি সভাপতি আক্তার হোসেন মেয়র নির্বাচিত হন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মনাফ আবার মেয়র নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে গত বছরের ১১ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করলে তাঁর মৃত্যুতে শূন্য পদে গত ১০ অক্টোবর উপনির্বাচন হয়। তাতে জয়ী হন মিজানুর রশীদ ভূঁইয়া।
মাত্র দেড় মাসের ব্যবধানে মেয়াদপূর্তিতে গতকাল শনিবার জগন্নাথপুর পৌরসভার ভোট গ্রহণ হয়। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আক্তার হোসেন। নির্বাচনের দুই দিন আগে গত বুধবার বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁকে বহিষ্কার করে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘জগন্নাথপুর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়েছে। ইভিএম জটিলতায় এক প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’